হেয়ার স্ট্রিট থানার কাছে ভ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার, রহস্য
বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে একটি সাইকেল ভ্যান। তাতে অচৈতন্য অবস্থায় শুয়ে এক প্রৌঢ়। পা দু’টি ঝুলছে মাটিতে।
বুধবার সাতসকালে হেয়ার স্ট্রিট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রহস্যজনকভাবে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। লালবাজার সূত্রে খবর, ঘটনাস্থল হেয়ার স্ট্রিট থানার কাছে হলেও ওই জায়গাটি বউবাজার থানার অধীন। খবর পেয়ে দ্রুত সেখানে আসে বউবাজার থানার পুলিস। ভ্যানটি কার? সেখানে ওই ব্যক্তি এলেন কীভাবে? মাঝরাস্তায় কে ভ্যানটি দাঁড় করিয়ে রেখে গেল? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিস অজ্ঞাত পরিচয়ের ওই প্রৌঢ়কে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এর পিছনে অসুস্থতা, নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তা তদন্ত করে দেখছেন পুলিস অফিসাররা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন তাঁরা।
সপ্তাহ দু’য়েক আগে ভবানীপুরে শরৎ বোস রোডে রাস্তার ধার থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করেছে এক যুবক। এরপর তদন্ত চালিয়ে ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিস। ওই ঘটনা উস্কে দিয়েছে স্টোনম্যান প্রসঙ্গকে। লালবাজার সূত্রে খবর, ওই ঘটনার পর রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের কোনও ব্যক্তির দেহ উদ্ধার হলে তৎপরতার সঙ্গে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন কর্তারা। তাই বুধবারের ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত চালাচ্ছে পুলিস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাইকেল ভ্যান থেকে উদ্ধার হওয়া ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।