• প্রতারণার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাটে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চেয়ে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছিল একটি সংস্থা। এ ব্যাপারে সল্টলেক সেক্টর ফাইভ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছিল। কিছুদিন আগে পুলিস নয়ডা থেকে অভিযুক্ত অনুপম প্রসাদকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় ধৃতকে জেরা করে প্রতারণার সমস্ত টাকা উদ্ধার করল পুলিস। বুধবার থানায় ডেকে ওই সংস্থার হাতে উদ্ধার হওয়া টাকা ফেরানোও হয়েছে।
  • Link to this news (বর্তমান)