টলিউড নিজের রাজ্যেই ব্রাত্য বলিউডের দাপটে। বিষয়টি নতুন নয়। কয়েক বছর ধরেই এই বৈষম্যের স্বীকার বাংলা ছবি। বড় বাজেটের হিন্দি ছবি পশ্চিমবঙ্গে মুক্তি পেলে সেই ছবিই সমস্ত প্রেক্ষাগৃহে জায়গা দখল করে নিচ্ছে। একই সময় বাংলায় বড় মাপের ছবি মুক্তি পেলেও সেই ছবি ঠিক মতো প্রেক্ষাগৃহ জায়গা পাচ্ছে না। এই নিয়ে টলিউডের অন্দরে ক্ষোভ ছিলই। বিষয়টি প্রতিবাদের আকার নিল দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তির আগে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিটি মুক্তি পাবে ১৪ অগস্ট। ১৫ অগস্ট মুক্তি পাবে হৃতিক রোশন-কিয়ারা আডবাণীর ‘ওয়ার ২’। খবর, মুক্তি পাওয়ার আগে এই ছবির পরিবেশকদের তরফ থেকে রাজ্যের পরিবেশকদের কাছে একটি শর্ত রাখা হয়েছে। শর্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গে ‘ওয়ার ২’ কোনও বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেবে না। সিঙ্গল স্ক্রিনের চারটি শো-ই হিন্দি ছবিকে দিতে হবে। নিঃসন্দেহে এতে কোপ পড়তে চলেছে প্রযোজক রানা সরকারের ছবির উপরে। ‘ধূমকেতু’ প্রাইম টাইম পাবে না, তৈরি হয়েছে এমন সম্ভাবনাও।
বিষয়টি সবিস্তার জানিয়ে এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রযোজক নিসপাল সিংহ রানে, প্রযোজক-অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের প্রথম সারির প্রযোজক-পরিচালক-অভিনেতা। এই চিঠির প্রেক্ষিতেই ৭ অগস্ট নন্দনে একটি বৈঠক ডেকেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে কি বাংলা ছবির সঙ্গে চলতে থাকা এই অন্যায় বন্ধ হবে? আপাতত মন্ত্রীর ডাকা বৈঠকের দিকে তাকিয়ে টলিউড।