• কলকাতায় পোদ্দার কোর্টের কাছে আগুন! দমকলের ছ’টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
    আনন্দবাজার | ০৬ আগস্ট ২০২৫
  • কলকাতায় ফের অগ্নিকাণ্ড। মধ্য কলকাতায় পোদ্দার কোর্টের কাছে টেরিটি বাজারে একটি ভবনে আগুন লেগে যায়। রাত ৮টা নাগাদ চার তলার ওই ভবনের তিনতলার একটি জানালা দিকে আগুন বেরোতে দেখা যায়। আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছ’টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় রাত ১০টা নাগাদআগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

    পোদ্দার কোর্টের বিপরীতে এই ভবনটির বাইরের দিকে বৈদ্যুতিন সামগ্রীর দোকান থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ভবনের ভিতরেও বিভিন্ন দোকান রয়েছে। কী ভাবে আগুন ধরল, তা এখনও স্পষ্ট নয়। ভবনের জানালা দিয়ে আগুন বেরোতে দেখে আশপাশের ব্যবসায়ীরাই খবর দেন দমকলে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কী, তা-ও এখনও স্পষ্ট নয়।

    এর আগে গত মে মাসেও পোদ্দার কোর্টের কাছে একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    গত সোমবার রাতে কলকাতায় রবীন্দ্র সরণির একটি দোতলা বাড়িতে হঠাৎ আগুন লাগল। পুলিশ সূত্রের খবর, ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ এক মহিলাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর।
  • Link to this news (আনন্দবাজার)