রাস্তার মাঝে বড় বড় গর্ত জলে টইটুম্বুর। দেখলে মনে হবে, যেন আস্ত ছোট পুকুর! গাড়ির চাকা গর্তে পড়তেই উল্টে যাওয়ার সামিল! বন্দর এলাকার তারাতলা রোডের এমন বেহাল দশায় নাস্তানাবুদ গাড়িচালক থেকে আরোহী সকলেই। একই রকম বেহাল দশা ডায়মন্ড হারবার রোডের। গত কয়েক দিন ধরে ই এম বাইপাসের বিস্তীর্ণ অংশে খানাখন্দের জেরে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষও।
টানা বৃষ্টিতে শহরের বেশির ভাগ জায়গায় রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়েছে। ভারী বৃষ্টির জেরে খানাখন্দময় রাস্তায় তৈরি হচ্ছে তীব্র যানজট। এরই মধ্যে আবার শহরের বেশ কিছু জায়গায় রাস্তা সারাইয়ের কাজেও হাত দিয়েছেন পুরকর্মীরা। ফলে পরের দিনের বৃষ্টিতে সেই কাজ ধুয়ে যাবে কিনা, সেই আশঙ্কাও থাকছে। তবে মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার রোড, তারাতলা রোড ঘুরে দেখতে গিয়ে দেখা মিলল রাস্তা জুড়ে বড় বড় গর্তের। তাতে গাড়ির চাকা পড়তেই তীব্র ঝাঁকুনি! খিদিরপুর থেকে তারাতলা মোড় পর্যন্ত ডায়মন্ড হারবার রোডের ভগ্নদশাও ছিল চোখে পড়ার মতো। মোমিনপুরের কাছে বৃষ্টির জল রাস্তার গর্তে জমে বিপজ্জনক চেহারা নিয়েছে। ডায়মন্ড হারবার রোড থেকে তারাতলা রোডের দিকে যেতে রাস্তার অবস্থা আরও খারাপ! অভিযোগ, তারাতলা মোড়ের কাছে তৈরি হওয়া গর্তের কারণে মোটরবাইক চালানো রীতিমতো ঝুঁকির হয়ে দাঁড়াচ্ছে। দিন দুয়েক আগে ওই খানাখন্দময় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকচালক রাস্তায় পড়ে যান। তবে কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তার সংস্কার না হওয়ায় রাস্তা ছেয়েছে গর্তে। ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে। বৃষ্টিতে যানজট আরও বাড়ছে। তারাতলা মোড়ের এক দোকানদারের কথায়, ‘‘এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে বেহাল রাস্তায় গাড়ি শ্লথ গতিতে চলছে। ফলে যানজট ক্রমেই বাড়ছে।’’ বাইপাস জুড়েও যত্রতত্র ছোট-বড় গর্তের কারণে প্রায়ই তীব্র যানজট তৈরি হচ্ছে।
মোমিনপুরের কাছে ডায়মন্ড হারবার রোডের বেহাল দশার জন্য অবশ্য মেট্রো সম্প্রসারণের কাজের দিকেই আঙুল তুলছে কলকাতা পুরসভা। পুর রাস্তা বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘মেট্রোর কাজের জেরে মোমিনপুরে ডায়মন্ড হারবার রোডের অবস্থা ভাল নয়। তবে মেট্রোর কাজ শেষ হয়ে গেলে আরভিএনএল (রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড) কর্তৃপক্ষ রাস্তা পেভার ব্লক দিয়ে সারিয়ে দেবে বলেছেন।’’ মেয়র ফিরহাদ হাকিম গত শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে দাবি করেছিলেন, ‘‘এ বছর রেকর্ড বৃষ্টি হয়েছে। অত্যধিক বৃষ্টির জন্যই রাস্তা খারাপ হয়ে গিয়েছে। দশ দিন শুকনো আবহাওয়া পেলেই রাস্তা সারিয়ে দেব।’’ যদিও মঙ্গলবার কলকাতা পুরসভার রাস্তা বিভাগের এক আধিকারিকের দাবি, ‘‘বাইপাস এলাকার যাবতীয় ছোট-বড় গর্ত সংস্কারের কাজ চলছে। বুধবারের মধ্যেই গর্ত মেরামতির কাজ শেষ হবে।’’
তারাতলা রোড কলকাতা বন্দরের পরিচালনাধীন। কলকাতা বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘‘পুরো তারাতলা রোড সংস্কারের জন্য টেন্ডারের কাজ শেষ হয়েছে। ২৫ কোটি টাকা খরচে রাস্তার পুরোটাই পেভার ব্লক, কংক্রিটে মোড়া হবে। রাস্তা এমন ভাবে তৈরি করা হবে, যাতে ১০ বছর অক্ষত থাকবে। পুজোর আগেই তারাতলা রোড মেরামতির কাজ শেষ হবে।’’