• চার সাংগঠনিক জেলায় সভাপতি ঘোষণা করল বিজেপি, তিনটিতেই নতুন মুখ, তালিকায় স্থানীয় সমীকরণের ছাপ স্পষ্ট
    আনন্দবাজার | ০৬ আগস্ট ২০২৫
  • চার জেলায় নতুন মেয়াদের সভাপতিদের নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। ৩৯টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষিত হয়েছিল রাজ্য সভাপতি বাছাইয়ের আগেই। বাকি ছিল দার্জিলিং, বনগাঁ, ব্যারাকপুর এবং ঘাটালের সভাপতি ঘোষণা। বুধবার সেই চার সাংগঠনিক জেলার সভাপতিদের তালিকা প্রকাশ করা হল।

    চারটির মধ্যে তিনটি জেলাতেই সভাপতি বদল হয়েছে। দার্জিলিঙের সভাপতি হয়েছেন সঞ্জীব তামাং। ব্যারাকপুরে তাপস ঘোষ। বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন বিকাশ ঘোষ। ঘাটাল সাংগঠনিক জেলায় সভাপতি বদল হয়নি। বিদায়ী সভাপতি তন্ময় দাসকেই পরবর্তী মেয়াদের জন্যও সভাপতি মনোনীত করা হয়েছে।

    বিজেপি সূত্রের খবর, দার্জিলিং সাংগঠনিক জেলার সভাপতি কাকে করা হবে, সে বিষয়ে স্থানীয় সাংসদ রাজু বিস্তার মতামতই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। কারণ, পাহাড়ের রাজনীতিতে বিজেপির বর্তমান বিন্যাসের অনেকটাই বিস্তার নিজের হাতে সাজানো। পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রেখেই বিস্তা সেখানে রাজনৈতিক ঘুঁটি সাজান বলে বিজেপির একাংশের দাবি। তাই সাংসদের মতামতকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দার্জিলিঙের সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে।

    একই ভাবে বনগাঁ সাংগঠনিক জেলার ক্ষেত্রেও স্থানীয় সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের প্রধান শান্তনু ঠাকুরের মতামতই বেশি গুরুত্ব পেয়েছে বিজেপি নেতৃত্বের কাছে। নতুন সভাপতি বিকাশ শান্তনুর অনুগামী হিসেবেই পরিচিত বলে বিজেপি সূত্রের বক্তব্য।

    ঘাটালের তন্ময় পরিচিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে। তন্ময়ের বদলে নতুন মুখ খুঁজে নেওয়ার বিষয়ে চর্চাও দলে শুরু হয়েছিল। তবে সর্বসম্মত বিকল্প মেলেনি। ফলে তন্ময়ই বহাল থেকে গিয়েছেন।

    ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি তাপস যুব মোর্চা থেকে উঠে আসা মুখ। রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের ‘আশীর্বাদধন্য’ হিসেবে এক সময়ে সংগঠনের অন্দরে পরিচিতি বেড়েছিল তাপসের। পরে সুকান্ত মজুমদারেরও ‘প্রিয়পাত্র’ হয়ে ওঠেন তিনি। ব্যারাকপুরে তাঁকে সভাপতি হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে এলাকার সবচেয়ে প্রভাবশালী বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংহেরও আপত্তি ছিল না বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)