• নথি কই? সিবিআইকে তিরস্কার
    আনন্দবাজার | ০৬ আগস্ট ২০২৫
  • আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় প্রয়োজনীয় নথি পেশ করতে না পারায় আদালতে ফের বিচারকের অসন্তোষের মুখে পড়লেন সিবিআইয়ের আইনজীবী।

    মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আর জি কর হাসপাতালে দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়ার সাক্ষ্য গ্রহণ ছিল। এই দিন দ্বিতীয় দফায় স্বাস্থ্য দফতরের আধিকারিক দেবল ঘোষের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছিল। অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত স্বাস্থ্যকর্তাকে একের পর এক প্রশ্ন করেন। অধিকাংশ প্রশ্ন এড়িয়ে গিয়েছেন ওই স্বাস্থ্যকর্তা।

    এ দিন আর জি কর কলেজ হাসপাতালে দুর্নীতি তদন্তের একটি নথি সিবিআইকে আদালতে পেশ করতে বলেন সন্দীপ ঘোষের আইনজীবী। কিন্তু সিবিআইয়ের আইনজীবী বলেন, “ওই নির্দিষ্টনথি এই মুহূর্তে নেই।” এর পরেই বিচারক অসন্তোষ প্রকাশ করে বলেন, “সমস্ত নথি নিয়ে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজন অনুযায়ী নথি পাওয়া যাচ্ছে না।”

    এ দিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্ত সশরীরে আদালতে উপস্থিত ছিল। তবে পরবর্তী শুনানিতে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ দেয় আদালত। আজ, বুধবার পরবর্তী শুনানি।
  • Link to this news (আনন্দবাজার)