• নির্দেশ পালনে গড়িমসি, কোর্টের তোপে রাজ্য
    আনন্দবাজার | ০৬ আগস্ট ২০২৫
  • রাজ্যে চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ক স্নাতকোত্তর কোর্সে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা না-মানায় কলকাতা হাই কোর্টের উষ্মার মুখে পড়ল রাজ্য। কোনও স্থগিতাদেশ না-থাকার পরেও কেন নির্দেশ পালন করা হয়নি, মঙ্গলবার তার জবাব চান বিচারপতি কৌশিক চন্দ। নির্দেশ পালন নিয়ে রাজ্য কী করবে, রাজ্যের কাছে সেই জবাব তলব করেছেন তিনি। এ দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী অমিতাভ চৌধুরী কোর্টে উপস্থিত ছিলেন। এজি যুক্তি দেন যে ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জটিলতায় নির্দেশ পালন করা যায়নি। যদিও সেই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি।

    প্রবেশিকায় পাশ করার পরেও স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু না-হওয়ায় কোর্টে মামলাকরেছিলেন সুপ্রিয়া মণ্ডল-সহ একদল পরীক্ষার্থী। সেই মামলায় এর আগে বিচারপতি চন্দ নির্দেশ দিয়েছিলেনযে ওবিসি সংক্রান্ত রাজ্যেরবিজ্ঞপ্তি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিত করে দেওয়ায় পুরনো নিয়ম অনুযায়ী ৭ শতাংশ সংরক্ষণ নিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নির্দেশ পালন করেনি রাজ্য। এ দিন বিচারপতি চন্দ ইঙ্গিত দিয়েছেন যে নির্দেশ পালন না-করে বসে থাকার জন্য রাজ্যকে অনন্তকাল সময়তিনি দেবেন না।
  • Link to this news (আনন্দবাজার)