শাহাজাদ হোসেন, ফরাক্কা: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার সামশেরগঞ্জে। মায়ের দেহ আগলে বসে রইলেন মানসিক ভারসাম্যহীন ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম বাসন্তী সাহা (৬০)। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের দুর্গাপুর কর্মকারপাড়া এলাকার বাসিন্দা ওই মহিলা। ছেলেকে নিয়ে থাকতেন তিনি। বুধবার সকালে মহিলার বাড়ি থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। একপর্যায়ে তাঁদের সন্দেহ হয়। তখন তারা খবর দেয় থানায়। এরপর পুলিশ গিয়ে দরজা ভাঙতেই উদ্ধার হয় মহিলার দেহ। পাশে বসে ছিলেন তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলে।
পুলিশ সূত্রের খবর, মৃতের ছেলের নাম সুদম সাহা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে তাঁর ব্রেনের সমস্যা দেখা দেওয়ায় বাড়ি ফিরে যান। প্রতিবেশীদের দাবি, মা ও ছেলে দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। কারও সঙ্গে মিশতেন না। ফলে দীর্ঘদিন বাইরে দেখা না গেলেও কারও কোনওরকম সন্দেহ হয়নি। তবে এই ঘটনাও তাঁরা আশা করেননি। ইতিমধ্যেই মৃতের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।