অর্ণব দাস, বারাসত: শুভেন্দুর ‘নারী সুরক্ষা’ মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা বারাসতে। মিছিল থেকে ধেয়ে আসল ইট-পাটকেল। ভাঙচুর চালানো হল তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে! আক্রান্ত হলেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। বারাসত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত জানিয়েছেন, “দলীয় কর্মী সমর্থক-সহ সাধারণ মানুষ মিলিয়ে চার-পাঁচ জন আহত হয়েছেন। আমরা থানায় অভিযোগ জানাচ্ছি। দলীয় স্তরে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি করা হবে।”
বুধবার বারাসতে কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ন’পাড়া কালীবাড়ি এলাকা থেকে মিছিল শুরু হয়। কলোনিমোড় হয়ে ফ্লাইওভার ধরে চাঁপাডালি মোড় পেরোতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি রোড ধরে মিছিল শতদল মাঠের দিকে যাওয়ার সময় চাঁপাডালি মোড়ের তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস পেরোতেই তৃণমূলের শ্রমিক সংগঠন ও ছাত্র সংঠনের পতাকা হাতে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামনা-সামনি দাঁড়িয়ে যায় দুই দলের কর্মী সমর্থকরা।
অভিযোগ, তখনই বিজেপির মিছিল থেকে পালটা স্লোগান দিয়ে ছোড়া হতে থাকে ইট-পাটকেল। এরপরই বিজেপির মিছিলের একাংশের অভিমুখ ঘুরে যায় আইএনটিটিইউসি পার্টি অফিসের দিকে। এরপরই বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিতে হামলা চালানো হয় আইএনটিটিইউসি অফিসে। আক্রান্ত হন তৃণমূল কর্মী-সহ কয়েক জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জমায়েত হটিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।