• নির্বাচন কমিশন বিজেপির ক্রীতদাস হয়ে গিয়েছে, তোপ তৃণমূল নেত্রীর
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বাংলা ভাষা ও বাঙালিদের অপমান, হেনস্তার প্রতিবাদে আগেই গর্জে উঠেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি দেখলেই হেনস্তা কিংবা আটক করে রাখছিল পুলিস। এমনকী কোথাও কোথাও বাংলার পরিযায়ী শ্রমিকদের সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। যাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই বিজেপির চক্রান্ত বলে তীব্র প্রতিবাদ দেখান তৃণমূল নেত্রী। বাংলা ও বাঙালির উপর এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে নামেন রাজপথে। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী স্পষ্ট ঘোষণা করেন, ‘বাংলা ভাষার উপর আক্রমণ কিছুতেই মেনে নেওয়া যাবে না। জেলায় জেলায় ভাষা আন্দোলন শুরু হবে।’সেইমতো গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে ব্লকে কিংবা জেলায় ভাষা আন্দোলন। সেই আন্দোলনে পা মিলিয়েছেন তৃণমূল নেত্রীও। প্রথমে বোলপুর ও আজ, বুধবার ঝাড়গ্রাম। একদিকে রবীন্দ্রনাথের কর্মভূমি অন্যদিকে সিধু-কানহুর গড়, এই দুই জায়গা দিয়েই ভাষা আন্দোলনের ঝাঁঝ তীব্র করেছেন মমতা। এদিন ঝাড়গ্রামে মিছিলও করেন তিনি। সারদা বিদ্যাপীঠ বাস স্টপ মোড় থেকে মিছিল শুরু হয়। শেষ হয় ঝাড়গ্রাম চৌমাথা মোড়ে। তিন কিলোমিটার পথ হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল কবিগুরু, সিধু-কানহুর ছবি আঁকা প্ল্যাকার্ড। মিছিলের স্লোগান ছিল জয় বাংলা। তৃণমূল নেত্রীর সঙ্গেই মিছিলে হাঁটেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন,  বীরবাহা হাঁসদা, মানস ভুঁইয়া সহ রাজ্যের একাধিক মন্ত্রীও। বার্তা একটাই ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। বাংলা ভাষাকে প্রাপ্য সম্মান দিতে হবে। মিছিল শেষে জনসভা থেকে একাধিক বিষয়ে বিজেপিকে আক্রমণও করেন মমতা।কেন্দ্রীয় বঞ্চনা থেকে, ভোটার লিস্টে এসআইআর। সবকিছু নিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। এদিন মমতা বলেন, ‘এসআইআরের নেপথ্যে এনআরসি। ভয়ে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু কেউ ভয় পাবেন না। মানুষের অধিকার কাড়তে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে। এনআরসি হচ্ছে না, হবেও না। বিশ্বের যে কোনও প্রান্তে বাংলার দক্ষ মানুষরা রয়েছেন। দেশের নবজাগরণ হয়েছে বাঙালিদের হাত ধরে। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব না।’ তৃণমূল সুপ্রিমো এদিন এও নির্দেশ দেন, ‘ফোনের কলার টিউন সবাই জয় বাংলা করে নেবেন।’ পাশাপাশি নির্বাচন কমিশনকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল। যে দিকে নাচাবেন, সেই দিকেই নাচবে। ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে। নির্বাচন কমিশন বিজেপির ক্রীতদাস হয়ে গিয়েছে। ওরা আমাদের স্তব্ধ করতে চাইলে জব্দ হয়ে যাবে। জোর করে মানুষের অধিকার কাড়তে দেব না। পরিষ্কার বলে দিচ্ছি, বকলমে এনআরসি হচ্ছে না, হবে না।’ 
  • Link to this news (বর্তমান)