• বাংলাদেশ থেকে এসে মুকুন্দপুরে ফ্ল্যাট কিনে বসবাস? স্ত্রী মেডিক্যাল ভিসায় আসতেই...
    আজ তক | ০৭ আগস্ট ২০২৫
  • বর্তমান পরিস্থিতিতে যখন NRC-NPR বা SIR বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। এই পরিস্থিতে বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশ থেকে মেডিক্যাল ভিসাতে আসা এক মহিলা। জানান, তিনি তাঁর মা-বাবাকে নিয়ে চিকিৎসার জন্য কিছুদিনের জন্য ভারতে এসেছেন।

    দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। স্ত্রীয়ের দাবি, স্বামী একজন বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ২০২২ নভেম্বর থেকে মুকুন্দপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

    বলেন, তিনি তাঁর স্বামীর বাড়িতে আসেন যেটা কিনা তারই টাকায় তৈরি সেখানে আসামাত্রই নির্যাতনের শিকার হন। তাঁর স্বামী দলবল নিয়ে এসে তাঁকে শারীরিক নির্যাতনের চেষ্টা করেন। সাঙ্ঘাতিক মারধর করে বলে তিনি জানান। আরও বলেন, তাঁর মা-বাবার উপরেও প্রাণঘাতী হামলাও করে তাঁর স্বামী। 

    কোনওরকমে তিনি প্রাণ বাঁচিয়ে নরেন্দ্রপুর থানায় যান। সেখানে গিয়ে প্রশাসনিক সহযোগিতা চাইলে তাঁকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তাঁর কোনওরকম লিখিত অভিযোগ থানা নেয়নি। চরম আতঙ্কে ভুগছেন তিনি। প্রশাসনের কাছে প্রাণভিক্ষা চাইছে যে প্রশাসনের সহযোগিতা পেলে তিনি হয়তো প্রাণে বেঁচে যাবেন। তিনি তাঁর অত্যাচারের সুবিচার চেয়ে দাবি জানান।
  • Link to this news (আজ তক)