• জেটিতে ধাক্কা লেগেই হু হু করে জল ঢোকে, হলদিয়ায় ডুবল যাত্রিবাহী লঞ্চ, তার পর…
    এই সময় | ০৭ আগস্ট ২০২৫
  • লঞ্চডুবির ঘটনা হলদিয়ায়। বুধবার বিকেলে কুঁকড়াহাটি থেকে রায়চক যাওয়ার লঞ্চ ডুবে যায় হুগলি নদীতে। হতাহতের কোনও খবর নেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুতাহাটা থানার পুলিশ, হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লঞ্চটি যাত্রী নিয়ে রায়চক থেকে কুঁকড়াহাটি আসছিল। কুঁকড়াহাটি জেটি ঘাটে ঢোকার সময়েই লঞ্চটিতে হঠাৎই জলে ডুবে যেতে শুরু করে। হু হু করে লঞ্চের মধ্যে জল ঢুকতে শুরু করে। লঞ্চটি ফেরি ঘাটের কাছাকাছি থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে স্থানীয়দের দাবি।

    প্রত্যেক যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। সুতাহাটা থানার ওসি দীপক অধিকারী জানান, লঞ্চটি যাত্রী নিয়ে ঘাটের কাছে ঘোরানোর সময়ে একটি জায়গায় ধাক্কা লাগে। তখনই জল ঢুকতে শুরু করে। তবে সব যাত্রীকে নামিয়ে নেওয়া হয়েছিল।

    প্রতিদিনই কয়েক হাজার যাত্রী কুঁকড়াহাটি রায়চক ফেরি সার্ভিস ব্যবহার করেন। এ দিনও লঞ্চে কয়েকশো যাত্রী ছিলেন বলে খবর। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, ‘ঘটনাস্থলে প্রশানের আধিকারিকরা গিয়েছেন। সব যাত্রীরা সুরক্ষিত রয়েছে। ভয়ের কিছু নেই।’ কী কারণে লঞ্চটি হঠাৎ জলে ডুবে গেল, সে ব্যাপারে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)