বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বদলে দিতে এসেছিলেন ডেলিভারির লোক। নতুন সিলিন্ডার ফিটিং করাও হয়ে গিয়েছিল। তার পরেই ইলেকট্রিক বোর্ডের একটি সুইচ অন করতেই ঘটে গেল ভয়াবহ বিপদ। চোখের পলকে আগুনে ঝলসে গেলেন বাড়ির কর্তা, তাঁর সঙ্গেই গুরুতর জখম হলেন সিলিন্ডার সরবরাহকারী কর্মীও। বুধবার পুরুলিয়ার মানবাজারের খেড়ওয়াল কলোনির এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মনে।
মানবাজারের এই ঘটনায় গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন ওই বাড়ির সদস্য পদ্মলোচন মুর্মু এবং সিলিন্ডারের ডেলিভারি কর্মী সঞ্জয় পাল। দুর্ঘটনার পরেই দ্রুত বাড়ির পাশে জড়ো হন পড়শিরা। ২ জনকে উদ্ধার করে প্রথমে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
যে এজেন্সির তরফ থেকে ওই এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সিলিন্ডার থেকে কোনও ভাবে গ্যাস লিক হয়ে থাকতে পারে। মনে করা হচ্ছে, যেহেতু গ্যাস লিক হচ্ছিল এবং সেই সময়েই ইলেকট্রিকের সুইচ অন করা হয়েছিল, সেই কারণেই আগুন ধরে গিয়েছে। সুইচ অন করতেই ভিতরে একটি স্পার্ক হয়, তখন বাতাসে প্রবল দাহ্য গ্যাস থাকলে চটজলদি আগুন লেগে যায়। যিনি গ্যাস পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি লিকের বিষয়টি আগে থেকে টের পেয়েছিলেন কিনা, তা এখনও জানা যায়নি।
রান্নার গ্যাস প্রস্তুতকারক সংস্থাগুলির তরফ থেকে নানা সময়ে এলপিজি ব্যবহার নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। ভারতে এলপিজি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান অয়েল। তাদের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে বলা রয়েছে, রান্নার গ্যাস ব্যবহারের সময়ে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে।