• নলহাটিতে বোমায় হাত উড়ল যুবকের, হাসপাতালে চিকিৎসাধীন
    এই সময় | ০৬ আগস্ট ২০২৫
  • বোমা ফেটে হাত উড়ল যুবকের। বীরভূমের নলহাটি শহরের ঘটনা। গুরুতর আহত সিলন শেখকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও পুলিশের তরফে এই ঘটনা নিয়ে এখনও কোনও বক্তব্য মেলেনি।

    নলহাটির ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি ৩২ বছর বয়সি সিলনের। মঙ্গলবার মাঝরাতে হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বেরিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সিলন। ক্ষতবিক্ষত হাত।

    স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও কী ভাবে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বিস্ফোরক যুবকের হাতেই ছিল। কোনও ভাবে ফেটে যায় এবং হাত উড়ে যায় তাঁর। যদিও পরিবারের তরফে হাতে বোমা নিয়ে যাওয়ার কথা স্বীকার করা হয়নি।

    সিলন শেখের জামাইবাবু রহমান শেখ বলেন, ‘ওর হাতটাই বাদ গিয়েছে। কাউকে মারতে গেলে তো শুধু নিজের হাত উড়ত না, আরও কারও লাগত। তাই মনে হচ্ছে, এর পিছনে অন্য কোনও গল্প আছে। আমার প্রশাসনের কাছে একটাই আবেদন, যেন সঠিক ভাবে খোঁজ খবর নিয়ে সঠিক ভাবে বিচার হয়।’

  • Link to this news (এই সময়)