• শুভেন্দুর মিছিলে বিশৃঙ্খলা, তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি, উত্তেজনা বারাসতে
    এই সময় | ০৬ আগস্ট ২০২৫
  • কোচবিহারের পর বারাসত। বিজেপির মিছিলকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মী, সমর্থকদের হাতাহাতি, জুতো ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে বারাসাত চাঁপাডালি মোড়ে আইএনটিটিউসি পার্টি অফিসের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল-বিজেপি।

    এ দিন বারাসাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘নারী কল্যাণ যাত্রা’য় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মিছিল বারাসাত চাঁপাডালি মোড়ে আইএনটিটিউসি পার্টি অফিসের সামনে মিছিল পৌঁছলেই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা চাঁপাডালি চত্বর। হাতাহাতি শুরু হয়।

    বিজেপি নেতৃত্বের অভিযোগ, কোচবিহারে যা পারেনি তৃণমূলের গুন্ডারা তা এখানে চেষ্টা করেছে। অভিযোগ, শুভেন্দু অধিকারীকে মারার চেষ্টায় ছিলো তিন-চর জনের একটি দল। অভিযোগ, পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।

    পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির মিছিলের সময়ে কয়েকজন আইএনটিটিইউসি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। বিজেপি মিছিল থেকেই তাঁদের উপর আক্রমণ করা হয়। একজন আহত হয়েছেন।পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পর আহত কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আজকের কর্মসূচি বানচাল করার জন্য অনেক ধরনের আক্রমণ, ষড়যন্ত্র করা হয়েছে। মানুষ চায়, তৃণমূলের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার। তৃণমূলের ট্রেড ইউনিয়নের মিছিলকে আক্রমণ করা হয়েছে। মানুষ এদের আগামী বিধানসভা নির্বাচনে উৎখাত করবে।’ উল্লেখ্য, মঙ্গলবার কোচবিহারের ঘোকসাডাঙা খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)