স্টাফ রিপোর্টার: রাজ্যে শিল্প ও পরিষেবা ক্ষেত্র ক্রমাগত বাড়ছে। তারই প্রতিফলন ধরা পড়ল জিএসটি-তে। চলতি বছরের জুলাই মাসে যে পরিমাণ জিএসটি আদায় হয়েছে রাজ্যে, তা গত বছরের জুলাই মাসের তুলনায় ১২ শতাংশের বেশি। মঙ্গলবার সোশাল মিডিয়ায় এই খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থনীতির এই বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘রাজ্যের ব্যবসা ও ব্যয়ের ক্ষেত্রে এটি ধারাবাহিক উন্নতির প্রতিফলন। রাজ্যের অত্যন্ত ভালো অর্থনৈতিক স্বাস্থ্যের লক্ষণ।’’
এদিন মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান তুলে ধরে জানান, গ্রস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি সংগ্রহ চলতি বছরের জুলাই মাসে হয়েছে ৫ হাজার ৮৯৫ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৫ হাজার ২৫৭ কোটি টাকা। শতাংশের হিসাবে যা ১২ শতাংশ বেশি বলে জানান মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই পর্যন্ত রাজ্যের মোট জিএসটি আদায়ের কিউমুলেটিভ গ্রোথ রেট বা যৌথ বৃদ্ধির হার ৭.৭১ শতাংশ। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, জিএসটি সংগ্রহের এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, রাজ্যে শিল্প কিংবা ব্যবসায় নতুন নতুন বিনিয়োগ আসছে। একের পর এক কলকারখানা গড়ে উঠছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিষেবা ক্ষেত্রেও। জিএসটি সংগ্রহ এক বছরে একধাপে ১২ শতাংশ বেড়ে যাওয়া সেই শিল্প ও পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধিরই প্রতিফলন। চলতি আর্থিক বছরে এই প্রবণতা বজায় থাকলে তা রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে।