নিরুফা খাতুন: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার অবস্থানে বৃষ্টি চলবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে পাহাড়ে। আজ, বুধবার কলকাতাতেও মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে দক্ষিণ বাংলাদেশে শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি হবে উপকূল ও পূবের জেলাগুলিতে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়তে পারে।
কলকাতায় এদিন মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাও জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৬ শতাংশ। গতকাল বৃষ্টি হয়েছে ২৭.৬ মিলিমিটার।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা এদিনও জারি থাকছে। আগামী বেশ কয়েক দিন পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ, বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামিকাল, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার ও মালদহে ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে বাড়বে জলস্তর।