• নদিয়ায় মূক-বধির শিশুকন্যার রহস্যমত্যু! বাড়ির পাশের পুকুরে উদ্ধার দেহ, নেপথ্যে মা?
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: বাড়ির পাশের পুকুরে উদ্ধার মূক ও বধির শিশুকন্যার দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার করিমপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে মৃতার মাকে।

    জানা গিয়েছে, নদিয়ার করিমপুরের বাড়িতে মায়ের সঙ্গে থাকত বছরের সাতেকের ওই শিশু। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যেই থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বাচ্চাটি মূক ও বধির ছিল। ফলে বাড়িতেই থাকত। মায়ের সঙ্গেই কাটত তার দিন। বুধবার সকালে বাড়ির পিছনের পুকুরে শিশুটিকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে ছুটে যান তাঁরা। কাছে যেতেই বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

    কিন্তু কীভাবে মৃত্যু নাবালিকার? তা পুরোটাই রহস্য। প্রতিবেশীদের দাবি, জলে ডুবে মৃত্যু হলে দেহে যা পরিবর্তন দেখা যায়, এক্ষেত্রে তা হয়নি। স্থানীয়দের দাবি, এই মৃত্যুর পিছনে থাকতে পারে চক্রান্ত। ঠিক কী ঘটেছিল জানতে ইতিমধ্যেই মৃতার মাকে আটক করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তদন্ত শুরু হয়েছে। দ্রুতই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
  • Link to this news (প্রতিদিন)