• ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভুয়ো নথির কারবার চালাত ধৃত সৌমিক! বাংলাদেশি মডেলকাণ্ডে নয়া তথ্য
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৫
  • অর্ণব আইচ: বাংলাদেশি মডেলকাণ্ডের পরতে পরতে রহস্য। নৈহাটি থেকে ধৃত সৌমিক দত্তকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নাকি জেরক্সের দোকানের আড়ালে ভুয়ো আধার, প্যান, রেশন কার্ড তৈরি করতেন ওই যুবক। সোশাল মিডিয়ায় রীতিমতো বিজ্ঞাপন দিয়ে চালাতেন ব্যবসা।

    গত কয়েকদিন ধরেই বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পালের কীর্তি চর্চায়। তাঁকে গ্রেপ্তারির পর থেকে একাধিক তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। সেই তালিকায় রয়েছেন নৈহাটির বাসিন্দা সৌমিক দত্ত। মঙ্গলবার তাকে নৈহাটির বাড়ি থেকেই গ্রেপ্তার করে পুলিশ। মূলত শান্তা পালের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে খবর।

    পুলিশ সূত্রে খবর, সৌমিকের নাকি জেরক্সের দোকান। তার আড়ালেই চলত ভুয়ো নথি তৈরির ব্যবসা। মূলত নথির তথ্য বদলের জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন তিনি। অনুপ্রবেশকারী কেউ যোগাযোগ করছে বুঝতে পারলেই তাকে নতুন করে আধার, ভোটার, রেশন, প্যানের মতো নথি তৈরির প্রস্তাব দিতেন তিনি। ছড়িয়ে ছিটিয়ে ছিল সৌমিকের একাধিক এজেন্টও। টাকা দিলেই নাকি বাড়ি বসে পাওয়া যেত ভুয়ো নথি। ঠিক এভাবেই শান্তা পালের সঙ্গে যোগাযোগ হয় সৌমিকের। তদন্তকারীদের দাবি, ধৃতকে জেরা করলেই রহস্যের শিকড়ে পৌঁছনো যাবে। হদিশ মিলবে চক্রের আরও মাথাদের।
  • Link to this news (প্রতিদিন)