'নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে', SIR নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে”, ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে SIR নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা।পাশাপাশি বাংলাকে বাঁচাতে দলীয় রং ভুলে দিলেন ঐক্যের ডাক।
এসআইআরের আড়ালে কেন্দ্রীয় সরকার এনআরসির পরিকল্পনা করছে। এই অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঝাড়গ্রামে পথে নেমে বললেন, “এনআরসি মানছি না, মানব না।” নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না।” পাশাপাশি, বাংলার বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধি কাছে অসম সরকারের এনআরসির নোটিস পাঠানো নিয়ে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওটা বেআইনি। গণন্ত্রণ বিরোধী, অসংবিধানিক। অসম সরকার এই নোটিস পাঠাতে পারে না। ধিক্কার জানাই।” এই রমক চিঠি ভবিষ্যতে পেলে নাগরিকদের যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী।
আগামী ‘২৬ নিবার্চনে মমতার হাতিয়ার বাঙালির অস্মিতা। সেই আবেগকে কাজে লাগিয়ে সিধু-কানুহ মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক মতাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যের বার্তা দিলেন মমতা। তিনি বলেন, “ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা, আপনাকেই রক্ষা করতে হবে। একটিও নাম যেন বাদ না যায়।”
২১ জুলাই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা। ঝাড়গ্রামে তাঁর দ্বিতীয় সভা। সেখানে বাংলা ভাষার উপর ‘আক্রমণে’র বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? দেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র কোন ভাষায় রচনা করা হয়েছে, সেই প্রশ্ন করে বিঁধলেন কেন্দ্রকে। বললেন, “স্বাধীনতা আন্দোলনের, নবজারণ শুরু করেছিল বাংলা। বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না। পৃথিবী হয় না।” পাশাপাশি অন্য রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি, রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। শ্রমিকদের ফের বাংলায় ফিরে আসার ডাক দিয়েছেন মমতা।