হেয়ার স্ট্রিট থানার কাছেই এক মহিলার মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই চাঞ্চল্যকর ঘটনা খাস শহরে। এক মাঝবয়সী মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় হেয়ার স্ট্রিট থানার কাছেই। ওই মহিলার দেহটি একটি ভ্যানের উপর পড়েছিল। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ওই মহিলার নাম পরিচয় এখনও পর্যন্ত জানায়নি পুলিস।কীভাবে মৃত্যু হল? কোথা থেকে এল মৃতদেহটি? খুন নাকি অন্য রহস্য? খোঁজ চালানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এল তদন্তে বাড়তি সুবিধা হবে বলে জানা গিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। কিন্তু শহরের বুকে একটি থানার সামনে থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।