নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার ‘নিখোঁজ’ ভোটারদের নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদের আমলানি পঞ্চায়েত এলাকায়। যদিও এক্ষেত্রে প্রশাসনের দাবি, পরিবারের তরফে লিখিত আবেদন না করায় এই জটিলতা। গোটা দেশজুড়ে ভোটার লিস্টে এসআইআর ইস্যুতে যখন তোলপাড়। বিহারে ইতিমধ্যেই যাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে। তখনই হাসনাবাদে ‘নিখোঁজ’ ভোটারদের নাম থাকায় ব্যাপক শোরগোল পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমলানি পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথে রয়েছে মোট ৯৩৯ জন ভোটার। কিন্তু তার মধ্যে ২৭ জন রয়েছেন ‘অদৃশ্য ভোটার’। তাদের মধ্যে কেউ মারা গিয়েছেন আবার কেউবা অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন। বছরের পর বছর ধরে তাদের নাম রয়ে গিয়েছে ভোটার তালিকাতে। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত।