• বেপরোয়া বাসের গতির জেরে প্রাণ গেল এক যুবকের, চাঞ্চল্য শান্তিনিকেতনে
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: বেপরোয়া বাসের গতিতে প্রাণ গেল এক যুবকের। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বোলপুরের শান্তিনিকেতন রোডে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বোলপুর থেকে নতুনহাট যাওয়ার সময়ে বাসটি ওই যুবককে পিছন দিক থেকে ধাক্কা মারে। আর তাতেই বেসামাল হয়ে মুহূর্তের মধ্যেই বাসের চাকার তলায় পড়ে পিষ্ট হয়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাটি দেখেই অত্যন্ত দ্রুত গতিতে সেই বাস চালিয়ে নিয়ে চলে যান চালক। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে ওই এলাকায়। ঘাতক বাস চালকের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে বোলপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিস।
  • Link to this news (বর্তমান)