মেঘ ভাঙা বৃষ্টির জেরে হওয়া হরপা বানে ভয়াবহ বিপর্যয় উত্তরাখণ্ডে। সেই বিপর্যয়ের শিকার ধরালী গ্রাম। মৃত কমপক্ষে ৪। বেসরকারি মতে, মৃতের সংখ্যা ১০। নিখোঁজ ১০ সেনাকর্মী-সহ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নেন।
বাঁকুড়ায় ফের বাজ পড়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। গতকাল সন্ধ্যার মুখে পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকার দুই বাসিন্দার মৃত্যু হয়। বজ্রপাতে এই জোড়া মৃত্যুতে গত ১৫ দিনে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জন।
চেন্নাইয়ের পাঁচতারা হোটেলে অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাতে আগুন লাগার জেরে পিছিয়ে গেল চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট। সমস্ত খেলোয়াড়কে নিরাপদে কাছের একটি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
আজ ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে আজ ঝাড়গ্রামে মিছিল করবেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের ৬ দুষ্কৃতীকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। ঠানে জেলার মীরা রোড থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে পিস্তল ও অন্য অস্ত্র উদ্ধার হয়েছে। ২০২৪ সালে পুজোর সময়ে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং জড়িত ছিল। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি-সহ দেশের নানা রাজ্যে লরেন্সের গ্যাং তোলাবাজি, খুন, অপহরণে জড়িত বলে মুম্বই পুলিশ জানিয়েছে।
মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপা বান। সেই বিপর্যয়ে ধুয়েমুছে গিয়েছে ধরালী গ্রাম। মৃত কমপক্ষে ৪। বেসরকারি মতে, মৃতের সংখ্যা ১০। নিখোঁজ ১০ সেনাকর্মী-সহ শতাধিক। এরই মাঝে সমস্যা বাড়িয়েছে বৃষ্টি। উত্তরাখণ্ডে বুধবার অর্থাৎ আজও ভারী বৃষ্টির পূর্বাভাস।
সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সমস্ত বিমান বন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ। শুধু বিমান বন্দরেই নয়, হেলিপ্যাড থেকে ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট সমস্ত জায়গাতেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়া থেকে তেল কেনায় বেজায় চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাস্তিস্বরূপ চাপিয়েছেন ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক। এর মধ্যেই মঙ্গলবার রাশিয়ায় পৌঁছলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।