• ‘মূল নথি কেন আনেননি?’, আর জি কর মামলায় কোর্টের প্রশ্ন সিবিআইকে
    এই সময় | ০৬ আগস্ট ২০২৫
  • এই সময়: কেন তারা মূল নথি নিয়ে আসেনি, আরজি কর দুর্নীতি মামলার বিচার পর্বে সাক্ষ্য গ্রহণের সময়ে মঙ্গলবার আদালতের সেই প্রশ্নের মুখে পড়ল সিবিআই।

    আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি নিয়ে অভিযোগ জানানো স্বাস্থ্য দপ্তরের এক কর্তার এ দিন সাক্ষ্য গ্রহণ চলছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। ওই সাক্ষীকে অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত প্রশ্ন করছিলেন। সেই সময়ে সিবিআইয়ের কাছে সন্দীপের আইনজীবী মামলার মূল নথি চান। কিন্তু সিবিআইয়ের কৌঁসুলির বক্তব্য, প্রতিদিন বিপুল পরিমাণ নথি নিয়ে আসা সম্ভব নয়, ট্রাঙ্কে রাখার ব্যবস্থা করে দিলে সেখানে তাঁরা সব নথি এনে রেখে দেবেন। তখন সিবিআইয়ের কৌঁসুলিকে বিচারকের প্রশ্ন, ‘কেন আনেননি (মূল নথি)? বুধবার আনতে পারবেন?’ সিবিআইয়ের কৌঁসুলির পাশে দাঁড়িয়ে থাকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক অফিসার জানান, তাঁরা যাবতীয় মূল নথি নিয়ে আদালতে আসবেন।

    আদালতে এ দিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ–সহ পাঁচ অভিযুক্তই সশরীরে হাজির ছিলেন। অভিযোগকারী স্বাস্থ্যকর্তাকে সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জিজ্ঞেস করেন, তাঁর অভিযোগ সত্যি কি না, তদন্তের সময়ে সেটা কি যাচাই করে দেখা হয়েছিল? এক সময়ে ডেপুটি সুপার থাকা আখতার আলি কি পার্চেজ় কমিটির সদস্য ছিলেন? প্রসঙ্গত, আরজি করে গত বছর অগস্ট মাসে তরুণী চিকিৎসক–ছাত্রীর ধর্ষণ ও খুন হওয়ার বহু আগেই আখতার আলি ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি নিয়ে স্বাস্থ্য ভবন–সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলেন।

    আদালতে এ দিন সাক্ষ্য দিতে আসা স্বাস্থ্য দপ্তরের কর্তা জানান, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে এত কিছু তাঁর মনে নেই। সন্দীপের আইনজীবী তাঁকে প্রশ্ন করেন, আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে বিভাগীয় তদন্তের রিপোর্ট দ্রুত মিলবে কি না, সেই ব্যাপারে তিনি কি কিছু জানেন? ওই স্বাস্থ্যকর্তার বক্তব্য, রেকর্ডে যা আছে, তার বাইরে তাঁর কিছু মনে নেই। তখন সন্দীপ ঘোষের আইনজীবী ওয়ার্ক অর্ডার নিয়ে ওই সাক্ষীকে কিছু প্রশ্ন করার আগে সিবিআইয়ের কাছে মামলার মূল নথি চান।

    সিবিআইয়ের কৌঁসুলি পার্থসারথি দত্ত জানান, আদালতে প্রতিদিন বিপুল পরিমাণ নথি নিয়ে আসা সম্ভব নয়। ট্রাঙ্কের ব্যবস্থা করে দিলে তিনি সব নথি এনে তাতে রেখে দেবেন। তাঁর কথায়, ‘একটা জায়গা দিন।’ সন্দীপের আইনজীবী পাল্টা বলেন, ‘সাক্ষীকে কী প্রশ্ন করা হবে, সেটা কি তা হলে আগে থেকে জানাতে হবে?’

    সিবিআইয়ের উদ্দেশে বিচারক বলেন, ‘অনেক জায়গা রয়েছে। আপনারা কি নথি রাখার আবেদন করেছেন?’ সিবিআইয়ের কৌঁসুলির বক্তব্য, ‘যদি জায়গা দেন, তা হলে নথি এনে রাখা হবে।’ বিচারক বলেন, ‘সব নথি না–হোক, অন্তত কেস ডায়েরি তো আনবেন।’ সন্দীপের আইনজীবীকে নথি নিয়ে আবেদন জমা দিতে বলেন বিচারক। কিন্তু তাতে সন্দীপের আইনজীবী রাজি হননি। তাঁর দাবি, সাক্ষীকে প্রশ্ন করার সময়ে মূল নথি দরকার।

    আজ, বুধবার ফের সাক্ষ্য গ্রহণ হবে, আদালতে ভার্চুয়ালি হাজির করানো হবে সন্দীপ ঘোষ–সহ পাঁচ অভিযুক্তকে।

  • Link to this news (এই সময়)