• লোকসভায় পারফর্ম্যান্সে এগিয়ে সৌগত–মালা–দেব, পিছিয়ে কল্যাণ
    এই সময় | ০৬ আগস্ট ২০২৫
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    লোকসভায় তৃণমূলের সচেতক পদে ইস্তফা দিয়ে সোমবার দলের আইনজীবী–সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন একাধিক সাংসদের পারফরম্যান্স নিয়ে। আবার তৃণমূলের সাংসদদের অনেকেই ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন কল্যাণের ভূমিকা নিয়ে। তাঁদের অনেকের অনুযোগ, লোকসভায় কোনও বিতর্কে তাঁদের বলার সুযোগ দেওয়ার জন্য কল্যাণকে বারবার অনুরোধ করেও লাভ হয়নি৷ প্রায় সব ক্ষেত্রেই কল্যাণ ‘দিদি-র নিষেধ আছে’ বলে তাঁদের দাবি খারিজ করে দিয়েছেন৷

    কিন্তু লোকসভায় তৃণমূল সাংসদদের পারফরম্যান্স কেমন?

    লোকসভার সচিবালয় সূত্রে তৃণমূল সাংসদদের প্রশ্নোত্তরের যে সর্বশেষ পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তা রীতিমতো চমকপ্রদ৷ সূত্রের দাবি, অষ্টাদশ লোকসভায় ৫ অগস্ট পর্যন্ত তৃণমূলের তরফে সব থেকে বেশি ৯৭টি লিখিত প্রশ্ন করেছেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ এর পরেই আছেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়৷ তাঁর লিখিত প্রশ্নের সংখ্যা ৭৯৷ ৬৮টি প্রশ্ন করে তৃতীয় স্থানে আছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সাংসদ কীর্তি আজ়াদ৷ চতুর্থ স্থানে আছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), তাঁর প্রশ্নের সংখ্যা ৬৪৷ আর কল্যাণের লিখিত প্রশ্নের সংখ্যা ৩২৷

    লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে সদ্য প্রাক্তন হয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ অষ্টাদশ লোকসভায় এখনও পর্যন্ত তিনি কোনও প্রশ্ন করেননি৷ একই ভাবে সাংসদ অসিত মাল ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ও এখনও পর্যন্ত কোনও প্রশ্ন করে উঠতে পারেননি৷ শূন্যের তালিকায় আছেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা, চিকিত্‍সক–সাংসদ শর্মিলা সরকার, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়াও৷

    তৃণমূলের লোকসভার সাংসদদের মধ্যে একাংশের অভিযোগ, কল্যাণ তাঁদের কোনও গুরুত্বপূর্ণ বিতর্কে অংশগ্রহণ করে বক্তব্য রাখার কোনও সুযোগই দিতেন না৷ উল্টে সব ক্ষেত্রে নিজেই বলার চেষ্টা করতেন৷ এই অভিযোগের সত্যাসত্য যাচাই করা সম্ভব না–হলেও লোকসভার সচিবালয় সূত্রের খবর, অষ্টাদশ লোকসভায় কল্যাণ নিজে ইতিমধ্যেই ১৯টি বিতর্কে অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন, যা জাতীয় গড় ১২.৩-এর থেকে অনেক বেশি৷ এক্ষেত্রে রাজ্যওয়াড়ি গড় ৭৷ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অংশ নিয়েছেন সাতটি ডিবেটে, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ অংশগ্রহণ করেছেন ন’টি ডিবেটে৷

  • Link to this news (এই সময়)