• আরামবাগে বাংলাভাষা নিয়ে সরব হলেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ০৬ আগস্ট ২০২৫
  • আগেই খবর ছিল আরামবাগে যাবেন মুখ্যমন্ত্রী। সেইমতো বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে মঙ্গলবার আরামবাগে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্নচাপের কারণে টানা বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে হুগলি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। আরামবাগ পরিদর্শনে গিয়ে কামারপুকুরের রামকৃষ্ণ মঠ ও মিশনেও যান তিনি। সেখানে পৌঁছে একটি অতিথি নিবাস, ভোগঘর ও একটি পার্কিং লটের শিলান্যাস করে ১০ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কামারপুকুরে একটি ত্রাণ শিবিরে অসহায় মানুষদের অন্ন পরিবেশনও করেছেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীকে পেয়ে আপ্লুত গ্রামবাসীরা। তাঁদের সমস্যার কথাও বলেছেন মুখ্যমন্ত্রীকে।

    টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বন্যায় দুর্বিষহ অবস্থা গ্রামবাসীদের। তাঁদের ঠাঁই হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে। আরামবাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে কামারপুকুরের একটি আশ্রমে যান তিনি। সেখানে গিয়ে নিজে হাতে দুর্গতদের খেতে দেন। খিচুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পরিবেশন করে দেন সাধারণ মানুষের পাতে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি অসহায় মানুষেরা। তাঁদের মধ্যে কেউ কেউ আবার তাঁকে নিজেদের সমস্যার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর থেকে আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁরা। এরপরেই সেখান থেকে বেরিয়ে তিনি চলে যান কামারপুকুরের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)