• রাজস্থানে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের শ্রমিক শ্রীমন্ত
    দৈনিক স্টেটসম্যান | ০৬ আগস্ট ২০২৫
  • দেশজুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা ও অত্যাচারের ঘটনার আবহে রাজস্থানে গিয়ে দুর্গাপুরের এক শ্রমিকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত জুলাই মাসে ওই শ্রমিক কাজের সন্ধানে দুর্গাপুর থেকে রাজস্থানে গিয়েছিলেন। দুর্গাপুরেরই আর এক বাসিন্দা তাঁকে সেখানে নিয়ে গিয়েছিলেন। রান্নার কাজের প্রতিশ্রুতি দিয়ে ওই শ্রমিককে রাজস্থানে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁকে দিয়ে অন্য কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। সেই কারণে তিনি বাড়িতে ফিরে আসতে চাইছিলেন। গত ২৪ জুলাই পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। তারপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারের সদস্যরা।

    নিখোঁজ শ্রমিকের নাম শ্রীমন্ত মাল (৪২)। তিনি দুর্গাপুর থানার ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা। গত জুলাই মাসে দুর্গাপুরের তামলা এলাকা বাসিন্দা কাশীনাথ সিংহের সঙ্গে শ্রীমন্ত রাজস্থানের কোটারিতে যান। কিন্তু রান্নার কাজ করানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও সেখানে শ্রীমন্তকে দিয়ে অন্য কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ। গত ২৪ জুলাই কাশীনাথের ফোন থেকে শেষবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ফোনে শ্রীমন্ত জানিয়েছিলেন, তিনি বাড়ি ফিরে আসতে চান। এরপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা।

    পরিবারের তরফে কাশীনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, শ্রীমন্তর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি রাজস্থানের কোটারি এলাকার পুলিশকে জানানো হয়েছে। সেখানকার পুলিশও বিষয়টি খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।

    ইতিমধ্যেই পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর পুলিশ। শ্রীমন্তকে খুঁজতে পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদ সক্রিয়তা দেখাচ্ছে। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের একবার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)