নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দু’টি পৃথক প্রতারণার ঘটনায় উদ্ধার হওয়া টাকা প্রতারিতদের হাতে ফেরাল এয়ারপোর্ট থানার পুলিস। গত জুলাইয়ে এক ব্যক্তি প্রতারকদের খপ্পরে পড়ে ১ লক্ষ ৮৬ হাজার ৭৫৪ টাকা এবং এক যুবক ৫৬ হাজার টাকা খুইয়েছিলেন। দু’জনেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পৃথক দু’টি মামলাও হয়েছিল। তার তদন্তে নেমে পুলিস সম্পূর্ণ টাকা উদ্ধার করেছে। প্রতারিতদের থানায় ডেকে সেই টাকা ফেরানো হয়েছে।