• চাকলায় বিদ্যুৎ পরিষেবার উন্নতিতে বসছে দেড় হাজার ইলেকট্রিক পোস্ট ও ট্রান্সফর্মার
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে রাস্তার উপর বিপজ্জনকভাবে ঝুলছিল বিদ্যুতের তার। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। অবশেষে সমস্যা মেটাতে উদ্যোগী হল বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকারের নির্দেশমতো এবার দেগঙ্গার চাকলার লোকনাথ মন্দির লাগোয়া ১৫ কিলোমিটার রাস্তার পাশে বসানো হচ্ছে বিদ্যুতের খুঁটি। এর জন্য প্রায় তিন কোটি টাকা ব্যয় করা হচ্ছে। জোরকদমে কাজ চলছে।

    প্রতি বছরই জন্মাষ্টমী তিথিতে চাকলার লোকনাথ মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে আসেন লোকনাথ ধামে। তাই এই এলাকায় যাতে বিদ্যুৎ সঠিকভাবে সরবরাহ করা যায়, তার জন্য বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য বিদ্যুৎদপ্তর। চাকলা মন্দির লাগোয়া রাস্তায় ইলেকট্রিকের তার ঝুঁকি নিয়েই ঝুলছিল দীর্ঘদিন। মাঝেমধ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সমস্যাও তৈরি হচ্ছিল। তাই রাস্তার দু’পাশ দিয়ে আলাদা আলাদা পোস্ট বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইলেকট্রিক লাইন। রাস্তার উপরে কোনও বিদ্যুতের লাইন থাকছে না। চাকলা মন্দির যাওয়ার ১৫ কিলোমিটার রাস্তায় এই উদ্যোগ নিয়েছে দপ্তর। সূত্রের খবর, ৮ মিটারের ১ হাজার ৪১ টি ইলেকট্রিক পোস্ট ও ন’মিটারের ৪৫০ টি পোস্ট বসানো হয়েছে। এছাড়া মন্দির লাগোয়া ১ কিলোমিটার অংশে বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরেই বসানো হয়েছে ১০০ কেভির ট্রান্সফর্মার। বারাসত ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সোমনাথ মণ্ডল বলেন, ‘মন্ত্রীর নির্দেশ মতো চাকলা মন্দির সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে দু’ধারে পোস্ট বসানো হচ্ছে। এর জন্য সরকারের ব্যয় হবে ২ কোটি ৯০ লক্ষ টাকা।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)