• বাসন্তীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের নাম জাকির হোসেন মোল্লা এবং গৌরাঙ্গ হাজারী। সোমবার রাতে বাসন্তী থানার পুলিস তাঁদের গ্রেপ্তার করেছে। ধৃতদের থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রের কারবার সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে দুজনের বিরুদ্ধে প্রায় ১২টি মামলা চলছে বলে খবর। ২০২২ সালে ক্যানিংয়ে একটি এটিএম ভেঙে মেশিন লুট করে পালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন গৌরাঙ্গ। পরে জামিন পান তিনি। তদন্তে পুলিস আরও জানতে পেরেছে যে, দুজনে বিভিন্ন জায়গায় অপরাধ করার বরাত নিতেন। তাঁদের ১২ জনের একটি দল আছে বলে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী সব্যসাচী রায় চৌধুরী (চন্দন) বলেন, তাঁর মক্কেল অস্ত্র ব্যবসায়ে জড়িত নন। মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
  • Link to this news (বর্তমান)