• ১০ লক্ষের গয়না চুরি, ধৃত পরিচারিকা
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: ১০ লক্ষ টাকার সোনার গয়না চুরি করার অভিযোগ উঠল বাড়ির পরিচারিকার বিরুদ্ধে। পুলিসের হাতে গ্রেপ্তার হয়েছেন পরিচারিকা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না ও নগদ প্রায় ১৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে সোমবার, কল্যাণী শহরের পিকনিক গার্ডেন এলাকায়। পুলিস সূত্রে খবর, ওই বাড়ির মালিকের নাম হিমাঙ্কশেখর প্রধান। স্ত্রী বীথিকা প্রধানকে নিয়ে বাড়িতে একাই থাকেন হিমাঙ্কবাবু। তাঁর দুই ছেলে চাকরি সূত্রে বাইরে থাকেন। বৃদ্ধ-বৃদ্ধা সোমবার সকালে কলকাতা গিয়েছিলেন চিকিৎসকের কাছে। বাড়িতে কেউ ছিলেন না। রাতে বাড়ি ফিরে দেখেন, মূল দরজার তালা ভাঙা। ঘর লণ্ডভণ্ড। আলমারি ভাঙা, খোয়া গিয়েছে সোনার গয়না ও কয়েক হাজার টাকা। এরপর হিমাঙ্কবাবু কল্যাণী থানায় অভিযোগ জানান। পুলিস তদন্তে নেমে সাত ঘণ্টার মধ্যে ওই চুরির কিনারা করে। বাড়ির পরিচারিকা মাধবী রায়কে জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধার করে পুলিস। গ্রেপ্তারও করা হয় মাধবীকে।  উদ্ধার হওয়া সমস্ত গয়না ও নগদ ১৫ হাজার টাকা হিমাঙ্কবাবু ও তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)