সংবাদদাতা, বসিরহাট: খাল দখলের প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ। এলাকাবাসীদের অভিযোগ, বসিরহাটের পিফা এলাকায় কাটাখাল দখল করে রেখেছেন এলাকার তৃণমূলের কর্মী, সমর্থকরা। খালের কিছুটা অংশ ঘিরে তাঁরা মাছ চাষ করছেন। আর এভাবে খাল ঘেরার জেরে বর্ষার সময় এই পিফা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। সপ্তাহের পর সপ্তাহ চাষের ক্ষেতে জল জমে থাকায় বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাও জলমগ্ন হয়ে থাকছে। এই সমস্যার কথা প্রশাসনকে বারবার জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে পিফা এলাকায় এদিন বসিরহাট-মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। তাঁদের দাবি, অবিলম্বে তৃণমূল কর্মী ও সমর্থকদের কাছ থেকে খাল দখলমুক্ত করতে হবে। এছাড়া ওই খাল দিয়ে যাতে জল ভালোভাবে যেতে পারে তার ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য এলাকার বিধায়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোনে তাঁকে পাওয়া যায়নি। আর হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এসকেদার গাজি বলেন, বিষয়টি শুনলাম। সরজমিনে তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নেব। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা।-নিজস্ব চিত্র