নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, বাগদায় গ্রেপ্তার শিক্ষক
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মঙ্গলবার এক শিক্ষককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিস। ধৃত শিমুল বিশ্বাস স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা গিয়েছে, শুক্রবার এলাকায় অতিবৃষ্টির কারণে স্কুলে ছাত্রছাত্রী খুবই কম এসেছিল। তৃতীয় শ্রেণির ওই নাবালিকা ছাড়া মাত্র একজন ছাত্র ছিল স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক অফিসের কাজে বাইরে ছিলেন। ওই শিক্ষক প্রথমে ছাত্রটিকে ছুটি দিয়ে দেন। এরপর নাবালিকাকে একা পেয়ে তাকে যৌন নির্যাতন করেন। হঠাৎ প্রধান শিক্ষক স্কুলে চলে আসায় নাবালিকাকে ছেড়ে দেন তিনি। এই ঘটনা কাউকে বলতেও নিষেধ করেন অভিযুক্ত শিক্ষক।
এরপর সোমবারও স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসে ওই ছাত্রী। মা কারণ জানতে চাইলে সে জানায়, আর স্কুলে যাবে না। এরপর মায়ের কাছে ঘটনার কথা জানায় ওই ছাত্রী। মঙ্গলবার অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের নামে অভিযোগ জানান। ক্ষুব্ধ অভিভাবকরা তাঁকে মারধরও করেন। পরে বাগদা থানার পুলিস এসে ওই শিক্ষককে উদ্ধার করে। এদিনই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নাবালিকার মা। তাঁর ভিত্তিতে পুলিস ওই শিক্ষককে গ্রেপ্তার করে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।