নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও সংবাদদাতা, বজবজ: গঙ্গায় স্নান করতে নেমে সোমবার তলিয়ে গিয়েছিল এক কিশোর ও এক যুবক। প্রথমজন বারাকপুরে, দ্বিতীয়জন বজবজে। একদিন পর দু’জনেরই মৃতদেহ উদ্ধার হল গঙ্গা থেকেই।
সোমবার বারাকপুর শম্ভুনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল আদর্শকুমার সাউ নামে এক কিশোর। মঙ্গলবার মঙ্গল পান্ডে ঘাটের কিছুটা দূরে কচুরিপানার মধ্যে তার মৃতদেহ ভেসে ওঠে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
ওই কিশোর নবম শ্রেণিতে পড়ত। বাড়ি টিটাগরের আর পি গুপ্তা রোডে। ওরা চার বন্ধু গঙ্গায় স্নান করতে নামে। তবে আদর্শ সাঁতার জানত না। বাকি তিনজন গঙ্গা থেকে উঠে এলেও সে তলিয়ে যায়।
অন্যদিকে, বজবজের নিউ সেন্ট্রাল জুটমিল ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ পলাশ দাসের (৪৫) দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকাল থেকে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। দুপুর একটার সময় ঘাট থেকে কিছু দূরে দেহটি পাওয়া যায়। সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করার সময় তিনি ডুবে গিয়েছিলেন।