• প্রতারকদের খপ্পরে আইজির নিরাপত্তায় থাকা পুলিসকর্মীই
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ৫৩ হাজার টাকা খোয়ালেন পুলিসের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই)। তিনি রাজ্য পুলিসের এক আইজির নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন। প্রতারিত ওই পুলিসকর্মী এ ব্যাপারে সোমবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর এলাকায় এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা স্থানান্তর হয়েছে। তবে, সে বিশেষ কিছু জানে না। মিউল অ্যাকাউন্ট হতে পারে বলেই অনুমান। যে নম্বর থেকে ফোন করে প্রতারণা করা হয়েছে, সেই নম্বরটি এখনও সক্রিয়। তার সূত্র ধরে চক্রের কিনারা করার চেষ্টা চলছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, আইজি’র নিরাপত্তারক্ষীর ডিউটিতে কর্মরত রয়েছেন ওই এএসআই। ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহার করে গত ২ আগস্ট শনিবার তিনি বিদ্যুৎবিল জমা দিয়েছিলেন। টাকা জমা না হলেও তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গিয়েছিল। সেই কারণে পরদিন রবিবার তিনি গুগলে গিয়ে ওই ডিজিটাল পেমেন্ট অ্যাপের কাস্টমার কেয়ারের নম্বর সার্চ করেছিলেন। সেখানে প্রতারকরা নিজেদের ফোন নম্বর দিয়ে রেখেছিলেন। তিনি কামস্টমার কেয়ারের নম্বর ভেবে ফোন করেন। প্রতারকদের কথা মতো পরপর বেশ কয়েকটি পদক্ষেপ নেন। তারপরই প্রতারণার শিকার হন।

    কীভাবে প্রতারণা ঘটল? পুলিস সূত্রে জানা গিয়েছে, ফোন করার পর প্রতারকরা তাঁকে ভিডিও কল করেন। তারপর একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তিনি ডাউনলোড করেন। তারপর প্রতারকরা তাঁকে মিনিমাম ১ টাকা পেমেন্ট করতে বলেন। তিনি তাও করেন। তারপর দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৩ হাজার টাকা ডেবিট হয়ে গিয়েছে!

    পুলিস ও সাইবার বিশেষজ্ঞদের দাবি, প্রতারকরা স্ক্রিন শেয়ার অ্যাপ ডাউনলোড করিয়েছিল। অর্থাৎ, গ্রাহকের ফোনের অ্যাকসেস তাঁদের হাতে চলে গিয়েছিল। তাই ডিজিটাল পেমেন্ট অ্যাপের পিন জেনে ওই টাকা হাতিয়ে নেয়। পুলিসে অভিযোগ জানানোর পাশাপাশি, তিনি কেন্দ্রীয় পোর্টালেও অভিযোগ নথিভুক্ত করেছেন।
  • Link to this news (বর্তমান)