সিঁথিতে পুলিস পরিচয়ে টাকা লুটের ঘটনায় ২৯ লক্ষ উদ্ধার, আটক দুই
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঁথিতে পুলিস পরিচয় দিয়ে ৩৫ লক্ষ টাকা লুটের ঘটনায় উত্তরপাড়া থেকে ২৯ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিস। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, ধৃত বিক্রম সিংয়ের এক আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে মঙ্গলবার এই টাকা উদ্ধার হয়েছে। এই টাকা লুটে সরাসরি যুক্ত থাকার অভিযোগে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি টাকা লুটে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
বেসরকারি সংস্থার মালিক সন্তু সাহা সিঁথি থানায় দায়ের করা তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন, ঘটনার সূত্রপাত ১ আগস্ট। ওইদিন বিকেলে তাঁর সংস্থার দুই কর্মচারীকে এক ব্যক্তির কাছ থেকে ব্যবসার পাওনা ৩৫ লক্ষ টাকা আনতে পাঠিয়েছিলেন। রাত ৮টা নাগাদ সুজন সাহা নামে এক কর্মী তাঁকে ফোন করে জানান, সিঁথি থানার ৪৮/২৩ বি টি রোডে পুলিস পরিচয় দিয়ে তাঁদের স্কুটি থামানো হয়। তারপর পরীক্ষার অজুহাতে টাকা ভর্তি ব্যাগটি কেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এই অভিযোগ পেয়ে তদন্তে নামে সিঁথি থানার পুলিসের পাশাপাশি লালবাজারের ডাকাতি দমন শাখা, ওয়াচ শাখার গোয়েন্দাদের যৌথ দল। তদন্তে নেমে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ওই সংস্থার ওই দুই কর্মচারীকে। পাশাপাশি, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছিল বিক্রম সিংকে।