নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা থানা এলাকার বোসপুকুরে একটি বাড়ি থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতার নাম শিবানী ঠাকুর (২৬)। বাড়ির চারতলার ঘরের সিলিং ফ্যান থেকে তাঁকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। সোমবার রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিস। যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও কারণ স্পষ্ট নয়। অন্যদিকে, ব্রাবোর্ন রোড ফ্লাইওভারের নীচে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম, পরিচয় জানা যায়নি। সোমবার রাত ২টো নাগাদ দাঁড়িয়ে থাকা একটি লরির লোহার হুক থেকে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে যায় বড়বাজার থানার পুলিস। ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।