• মনোজিৎ সহ ৪ ধৃতের পুলিস হেফাজত
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়িব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় ও কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী ভট্টাচার্যকে আগামী ৮ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত। জেল হেফাজত শেষে মঙ্গলবার অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হয়।  ফের অভিযুক্তদের নিজেদের হেফাজতে চায় পুলিস।  কারণ, বেশ কিছু পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে তদন্তকারীদের। তাই অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের বক্তব্যও যাচাই করা প্রয়োজন। ‘ইলেকট্রনিক এভিডেন্স’-এর যে সমস্ত রিপোর্ট মিলেছে, তার সঙ্গে অভিযুক্তদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। অভিযুক্তদের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় ও দিবেন্দ্যু ভট্টাচার্য বলেন, ‘পুলিসের বক্তব্যে নতুন কোনও তথ্য নেই। তাই পুলিসি হেফাজতের কোনও প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে হয় না।’  দু’পক্ষের সওয়াল-জাবব শেষে বিচারক চারজনকেই ৮ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতের  নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)