• বউবাজার অগ্নিকাণ্ড: জখম বৃদ্ধার মৃত্যু
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে হরিণবাড়ি লেনে বাড়িতেআগুন লেগে জখম বৃদ্ধার মৃত্যু হল। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম পার্বতী ভুঁইঞা (৬০)। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। বৃদ্ধার মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বউবাজার থানার পুলিস। লালবাজার জানিয়েছে, রান্না করার সময় শাড়িতে আগুন ধরে যায় বৃদ্ধার। তাঁর আর্তনাদ শুনে বাঁচাতে যান মালিক মধুসূদন সাউ (৪৫)। তিনিও জখম হন। দু’জনকেই জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  • Link to this news (বর্তমান)