• হেরিটেজে ‘গ্রেড’ দিতে প্রযুক্তি ভরসা পুরসভার, বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রেডেশন, বিশেষ দায়িত্বে শিবপুরের বিশেষজ্ঞরা
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের কোনও হেরিটেজ বিল্ডিং ‘গ্রেড’  ছাড়া থাকবে না। এবার বাদবাকি ঐতিহ্যশালী ভবন বা জায়গাগুলিকে ‘গ্রেড’ দেওয়ার প্রক্রিয়া শুরু করল কলকাতা পুরসভা। সে কাজে প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুর কর্তৃপক্ষ। বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাজ হবে। তৈরি হয়েছে বিশেষ কমিটি। সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন শিবপুর আইআইইএসটি’র আর্কিটেকচার বিভাগের অধ্যাপকরা। মঙ্গলবার কলকাতা পুর কমিশনারের উপস্থিতিতে পুর-হেরিটেজ কমিটির বৈঠক হয়। সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে  বৈঠক সূত্রে খবর।

    পুরসভার হেরিটেজ বিভাগ জানিয়েছে, শহরের বুকে ১৩৯২টি হেরিটেজ রয়েছে। যার মধ্যে ৭১৭টি ‘গ্রেড ওয়ান’ তালিকায় রয়েছে। অন্যদিকে ৩০৫টি হেরিটেজ ভবন বা স্থান রয়েছে, যেগুলির ‘গ্রেডেশন’ বাকি পড়ে রয়েছে। সেগুলি ‘গ্রেড’ দিতে এবার আসরে নেমেছে পুরসভা। তবে পুরনো আমলের নির্দিষ্ট বিষয় ধরে এবার ‘গ্রেডেশন’ হচ্ছে না। সংশ্লিষ্ট হেরিটেজের বাজার মূল্য থেকে শুরু করে আর্কিটেকচারাল ভ্যালু পরীক্ষা করা হবে। তারপর সার্ভে রিপোর্ট জমা পড়বে এক্সপার্ট কমিটির হাতে। এরপর চুড়ান্ত হবে গ্রেড। এ প্রসঙ্গে পুরসভার এক শীর্ষ কর্তা বলেন, এতদিন কোনও নির্দিষ্ট পদ্ধতি মেনে গ্রেডেশন হয়নি। কিছু পুঁথিগত বিষরের উপর নির্ভর করে হয়েছে। তবে এবার গোটাটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং প্রযুক্তির উপর নির্ভর করে। শিবপুরের আর্কিটেকচার বিভাগের অধ্যাপকরা এ বিষয়ে পারদর্শী। তাই তাঁদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। হেরিটেজগুলি নিয়ে তাঁরা স্টাডি বা সমীক্ষা চালাবেন। তারপর একটি বিশেষ সফ্টওয়্যারে সমস্ত তথ্য ফেলে বিশ্লেষণ করা হবে। সেখানেই গ্রেডেশন চুড়ান্ত হবে। শুধু দেশেই নয়, সারা বিশ্বজুড়েই এই বিশেষ সফ্টওয়্যারের সাহায্যে হেরিটেজ নিয়ে নানা ধরনের কাজ হচ্ছে। এই বৈজ্ঞানিক পদ্ধতি পরীক্ষিত। তাই কলকাতা পুরসভাও সেই পদ্ধতি অনুসরণ করছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, এদিনের বৈঠকে গ্রেড ওয়ান হেরিটেজগুলিতে কিউআরকোড বসানোর বিষয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে বাকি পড়ে থাকা হেরিটেজগুলির গ্রেড চুড়ান্ত করার পর ভবিষ্যতে শহরের অন্যান্য সমস্ত হেরিটেজের ‘গ্রেড’ পুনর্গঠন করার ভাবনা রয়েছে। 
  • Link to this news (বর্তমান)