• হাঁসখালিতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফাঁকা রাস্তায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। আক্রান্তের পরিবারের তরফে স্থানীয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানা এলাকার বড়চুপুরিয়াতে। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় ওই তৃণমূল কর্মীর। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিস। তবে, আদৌ গুলি চলেছিল কিনা, অথবা ক’রাউন্ড গুলি চালানো হয়েছিল, তার তদন্ত শুরু হয়েছে। 

    স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম মন্টু বিশ্বাস। বড়চুপুরিয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় ফল বিক্রেতা। বড়চুপুরিয়া বাজারে একটি দোকান রয়েছে তার। পরিবারের দাবি, সোমবার রাতে সেই দোকান বন্ধ করেই বাড়ি ফিরছিলেন। পাড়া থেকে কিছুটা দূরে একটি সুপারি বাগানের কাছে আচমকা তাঁর দিকে তেড়ে আসে কিছু দুষ্কৃতী। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একজন। অন্ধকারে গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও ওই তৃণমূল কর্মীর হাত ছুঁয়ে চলে যায়। ডান হাতের কনুইয়ের কাছে চোট লাগে তাঁর। রক্তাক্ত হাত সামলে কোনওমতে বাড়ির দিকে দৌড়তে শুরু করেন মন্টু। আক্রান্তের ভাই শাজাহান বিশ্বাস বলেন, দাদা যখন পালিয়ে আসছিল, তখন দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে আরও বেশ কয়েকটা গুলি চালায়। কিন্তু খুব অন্ধকার থাকায় ভাগ্যক্রমে সেগুলি গায়ে লাগেনি। এদের মধ্যে দু’জনকে দাদা চিনতে পেরেছিলেন। কী কারণে হামলা? শাজাহানের দাবি, দাদার সঙ্গে পারিবারিক শত্রুতা রয়েছে তাদের মধ্যে কয়েকজনের। সেই আক্রোশ থেকে দিনের পর দিন দাদার কাছে টাকা চেয়ে ব্ল্যাকমেল করছিল। কিন্তু তাতে সুবিধা করতে না পারায় হামলা চালানো হয়েছে।    এদিকে, ঘটনার পর রাতেই রক্তাক্ত অবস্থায় মন্টুকে নিয়ে যাওয়া হয় বগুলা হাসপাতালে। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। যদিও পুলিস জানিয়েছে, গুলি সত্যিই চলেছে কিনা সেই ব্যাপারে তারা নিশ্চিত নয়। তদন্ত শুরু হয়েছে। আক্রান্তের ক্ষতচিহ্ন পরীক্ষা করে চিকিৎসকদের রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, কী ঘটেছে তা পুলিস তদন্ত করছে। আক্রান্ত ব্যক্তি আমাদের দলের কোনও পদাধিকারী বা নেতা নন। সমর্থক তো হতেই পারেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)