• বাংলার অনূর্ধ্ব-১৪ ফুটবল টিমে সুযোগ নাজিরপুরের রশ্মি খাতুনের
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: বাংলার অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে সুযোগ পেল প্রত্যন্ত গ্রামের মেয়ে রশ্মি খাতুন। আর এতেই খুশি পরিবার, ক্লাবের কর্মকর্তা ও গ্রামবাসীরা। সকলের আশা এই প্রত্যন্ত গ্রাম থেকে ভারতীয় দলেও সুযোগ পেয়ে রশ্মি দেশের হয়ে খেলবে। রশ্মি বাড়ি তেহট্ট থানার শ্রীরামপুর গ্রামে। নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। রশ্মির বাবা হাফিজুল ম্যালিতা পেশায় গাড়িচালক। ছোট থেকেই ফুটবলের প্রতি আকর্ষণ ছিল রশ্মির। সেই টানে নাজিরপুর দুর্জয় সঙ্ঘে ফুটবলে হাতেখড়ি। নাজিরপুরে তার স্কুলের মাঠেই প্রাকটিস করে দুর্জয় সঙ্ঘের ছেলেরা। ওই মাঠে গিয়ে ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে ফুটবল নিয়ে দৌড় ঝাঁপ করে রশ্মি। 

    গাড়িচালকের মেয়ে ফুটবল খেলবে প্রথমে এটা কেউ বিশ্বাস করেনি। কিন্তু, রশ্মির পায়ের কাজ দেখে একজনের দৃঢ় বিশ্বাস ছিল সে ঠিকমতো খেললে অনেক দূর যাবে। সেই ভাবনা থেকে দুর্জয় সঙ্ঘের ফুটবল প্রশিক্ষক পাপ্পু সিংহ তাকে আলাদা করে অনুশীলন করানো শুরু করেন। এরপর রশ্মিকে দেখে এলাকার অনেক মেয়ে ফুটবল মাঠে আসতে শুরু করে। শুরু হয় মেয়েদের ফুটবল কোচিং ক্যাম্প। ওই কোচিং ক্যাম্প থেকেই উত্থান রশ্মির। এরপর বাংলার দলে নির্বাচনের জন্য ট্রায়াল হয়। সেই ট্রায়ালে সে বাংলা দলে সুযোগ পায়। 

    রশ্মির বাবা হাফিজুল সাহেব বলেন, ছোট থেকেই মেয়ে ফুটবল খেলতে ভালোবাসত। তাই স্কুল ছুটির পর খেলার মাঠে চলে যেত। আমি কোনদিন বাধা দিইনি। এরপর কোচ পাপ্পুবাবু যখন মেয়েকে ফুটবল খেলতে দেবে কিনা আমার কাছে জানতে চাইল আমি রাজি হয়ে গেলাম। তবু মনে সংশয় ছিল ফুটবল খেললে ভবিষ্যতে কোনও ক্ষতি হবে না তো। আজ সব সংশয় দূর হয়ে গিয়েছে। রশ্মির মা বিউটি শাবানা মালিত্যা বলেন, আজ আমি খুব খুশি। মেয়ে আজ বাংলা দলে সুযোগ পেয়েছে।  আরও ভালো জায়গায় যেতে গেলে এখনো অনেক পথ ওকে পার হতে হবে। 

    দুর্জয় সঙ্ঘের সম্পাদক বিপ্লব বিশ্বাস বলেন, শ্রীরামপুর থেকে ছয় সাত কিলোমিটার সাইকেল চালিয়ে ও অনুশীলনে আসে। কোন দিন স্কুল ছুটির পর অনুশীলন করে বাড়ি ফিরে যায়। ওর মনেপ্রাণে ফুটবল। সেজন্য কষ্ট ও  পরিশ্রম করে আজ রশ্মি আজ এই জায়গায় পৌঁছেছে। 

    রশ্মি বলে, আমার এই জায়গায় পৌঁছনোর পিছনে মূল অবদান নাজিরপুর দুর্জয় সঙ্ঘের। বিশেষ করে পাপ্পু স্যার ও বিপ্লব স্যারের। তাঁদের জন্যই আজ আমি এতদূর পৌঁছেছি। পাপ্পুবাবু বলেন, রশ্মি খুব প্রতিভাবান খেলোয়াড়। আশা করছি অচিরেই ভারতীয় দলে সুযোগ পাবে।  

     অনূর্ধ্ব ১৪ বাংলা দলে সুযোগ পেলেন নজিরপুরের রশ্মি খাতুন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)