• তমালিকা পণ্ডাশেঠের জন্মদিন উপলক্ষ্যে আজ অনুষ্ঠান, চারজন পাচ্ছেন জীবনকৃতী পুরস্কার
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • শ্যামল সেন, হলদিয়া: প্রয়াত কবি তমালিকা পণ্ডাশেঠের ৬৯তম জন্মদিবস উপলক্ষ্যে আজ, ৬ আগস্ট হলদিয়ায় যৌথ উদ্যোগে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আইকেয়ার শিক্ষা সংস্থা ও সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকা। বাংলা সংস্কৃতি জগতের কৃতীদের পুরস্কার, স্মারক বক্তৃতা, আলোচনা, গান ও কবিতা পাঠে তাঁকে স্মরণ করবেন হলদিয়া ও জেলার সংস্কৃতিপ্রেমী মানুষজন। দুর্গাচক ক্ষুদিরাম স্কয়ারে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হবে। এই উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে অডিটোরিয়াম প্রাঙ্গণ। 

    ২০১৬ সালের ২৯মে তমালিকা পণ্ডাশেঠ প্রয়াত হন। তার পরের বছর থেকেই তাঁর জন্মদিন ৬ আগস্ট বড় আকারে স্মরণ অনুষ্ঠান হচ্ছে। ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অব রিসার্চ অ্যান্ড এডুকেশন সংক্ষেপে আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি বলেন, বাংলা সাহিত্য সংস্কৃতিতে তমালিকা পণ্ডাশেঠের একটি বিশেষ ভূমিকা ছিল। সাহিত্য চর্চার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি জগতের জন্য তাঁর বিশেষ পৃষ্টপোষকতা ছিল। সেই কারণে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে ‘কবি তমালিকা পণ্ডাশেঠ নামাঙ্কিত জীবনকৃতী পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন সাংসদ ও আইকেয়ারের চেয়ারম্যান লক্ষ্মণচন্দ্র শেঠ। সেই মতো ২০১৭ সাল থেকে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়ে আসছেন। এবছরও চারজন স্বনামধন্য ব্যক্তি এই পুরস্কার পাচ্ছেন। তাঁরা হলেন কবি জয় গোস্বামী, সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও প্রকাশক সুধাংশুশেখর দে। পুরস্কারের অর্থ মূল্য এক লক্ষ টাকা। তমালিকা পণ্ডাশেঠ আপনজন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। ব্যক্তিত্বময়ী বাম রাজনীতিক হিসেবে তাঁর আলাদা পরিচিতি ছিল। তিনি ছিলেন হলদিয়া পুরসভার চারবারের পুরপ্রধান ও বিধায়ক। তাঁর প্রয়াণের পর ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ আগস্ট জন্মদিনের স্মরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘সংবাদ সাপ্তাহিক আপনজন’ ও আইকেয়ার-এর যৌথ উদ্যোগে জীবনকৃতী পুরস্কার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই পুরস্কার পেয়েছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রফুল্ল রায়, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ।

    আপনজন পত্রিকার সম্পাদক সুদীপ্তন শেঠ বলেন, ২০১৭ সাল থেকে মায়ের জন্মদিনের এই অনুষ্ঠান কলকাতায় পালিত হয়ে আসছিল। হলদিয়া ও সংলগ্ন এলাকার মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে ২০২৪ সাল থেকে এই অনুষ্ঠান হলদিয়ায় করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবছর হলদিয়ার প্রবাদপ্রতিম স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানার নামাঙ্কিত অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সহস্রাধিক মানুষ এই অনুষ্ঠানে আমন্ত্রিত।

    উদ্যোক্তারা বলেন, বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণচন্দ্র শেঠ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশিষ্ট অতিথি তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। এছাড়াও থাকছেন কথাসাহিত্যিক নলিনী বেরা, কবি শ্যামলকান্তি দাশ, পদ্মশ্রী বুলা চৌধুরী, প্রখ্যাত অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে তমালিকা পণ্ডাশেঠ স্মারক বক্তৃতা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)