লাইব্রেরি থেকে মার্কেট কমপ্লেক্স, একাধিক কাজে নজর কেড়েছে পাঁচগাছিয়া পঞ্চায়েত
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল শহর লাগোয়া গ্রাম পঞ্চায়েত হল পাঁচগাছিয়া। বারাবনি ব্লকের অন্তর্গত এই এলাকার পাশেই রয়েছে বন্ধ রেলর্যালে সাইকেল কারখানা। আসানসোলের জুবলি মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে এই জনপদ। শহরের চাকচিক্যর সঙ্গে তুলনায় আগে অনেকটাই ম্লান ছিল এই পঞ্চায়েত এলাকা। এখন কিন্তু উন্নয়নে শহরকেও টেক্কা দেয় এই গ্রামীণ এলাকা। শহরে সর্বত্র যেখানে ভাঙা রাস্তা ঘাট নিয়ে সমস্যা, তখন তুলনায় রাস্তাঘাট অনেকটাই ভালো এই পঞ্চায়েত এলাকায়। রাস্তার মোড়ে মোড়ে বসেছে বাতিস্তম্ভও। বেশ কিছু অভিনব উদ্যোগ পঞ্চায়েতকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।
এলাকার মানুষ যাতে ব্যবসা করে রুজিরুটির সন্ধান করতে পারে সেই কারণে পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত গড়ে তুলছে একটি মার্কেট কমপ্লেক্স। সারদাপল্লিতে প্রথম ফেজের কাজ শুরু হয়েছে। মানুষের উৎসাহ দেখে তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কেট কমপ্লেক্স হলে যেমন ব্যবসা করার সুযোগ বাড়বে, তেমনই নিজের এলাকার বাজার হওয়ায় সহজেই জিনিসপত্র কেনা যাবে। তাই বিষয়টি নিয়ে খুশি এলাকার মানুষও। এছাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গড়ে তোলা হয়েছে গ্রামীণ গ্রন্থাগার। শিক্ষার বিস্তারে যা বড় পদক্ষেপ। গড়ে তোলা হয়েছে মা ও শিশু কক্ষ। পঞ্চায়েত অফিসের অদূরে নিশ্চিন্তে এই কক্ষে বসে নিজের সদ্যোজাতকে দুধ পান করিয়ে পঞ্চায়েত অফিসের কাজ করতে পারবেন মায়েরা। পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, প্রায় প্রতিটি রাস্তাই পাকা করা সম্ভব হয়েছে। একাধিক স্কুলে মিড ডে মিলের শেড করা হয়েছে। দুর্গা মন্দিরের শেড করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। তা মন দিয়ে করার চেষ্টা করছি। আরও একাধিক বড় পরিকল্পনা রয়েছে। বিধায়কের সঙ্গে আলোচনা করে তা নিয়ে অগ্রসর হবে। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, আমাদের এলাকার প্রতিটি পঞ্চায়েত ভালো কাজ করছে। পাঁচগাছিয়ায় আমার নিজের বাড়ি। পঞ্চায়েতের কাজ আমাদের নজরে রয়েছে। মানুষ খুশি আছে।