প্রতি রবিবার নিয়ম মেনে করা যাবে ক্যাম্পাস ভ্রমণ, হেরিটেজ ওয়াক চালুর বিজ্ঞপ্তি বিশ্বভারতীর
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের ‘হেরিটেজ ওয়াক’ নিয়মিতভাবে চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশ্বভারতী। এবার থেকে পর্যটকরা নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে বিশ্বভারতীর ক্যাম্পাসে ভ্রমণ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে এর নাম দেওয়া হয়েছে, হেরিটেজ ওয়াক। প্রসঙ্গত, গত রবিবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ক্যাম্পাসের দরজা। তারপরেই এদিন দর্শনার্থীদের জন্য ক্যাম্পাসে ভ্রমণ নিয়মিত করার কথা ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। এদিন তিনি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিশ্বভারতীর এই পদক্ষেপে রবীন্দ্র অনুরাগী মানুষজনদের মধ্যে খুশির হওয়া।
প্রসঙ্গত, উপাচার্য পদে বসার পর হেরিটেজ ওয়াক চালু করার বিষয়ে উদ্যোগী হন প্রবীরকুমার ঘোষ। জোর কদমে তার প্রস্তুতিও শুরু হয়। এরপর ২৩ জুলাই হেরিটেজ ওয়াকের পরীক্ষামূলক ট্রায়াল সম্পূর্ণ করে কর্তৃপক্ষ। দর্শনার্থীদের কাছে তা ইতিবাচক সাড়া ফেলে। তারপরেই বিষয়টিকে নিয়মিত করতে উদ্যোগী হয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্বভারতীর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহে পাঁচটি নির্ধারিত সময়ে হেরিটেজ ওয়াক অনুষ্ঠিত হবে, সকাল ১০টা, ১১টা, দুপুর ১২টা, দুপুর ২টো ৩০ ও বিকেল ৩টে ৩০ মিনিটে। প্রতিটি দলের সঙ্গে থাকবেন প্রশিক্ষিত গাইড। এক একটি দলে সর্বাধিক ৩৫ জন করে অংশ নিতে পারবেন। প্রতি রবিবার সকাল ৯টা থেকে টিকিট সংগ্রহ করা যাবে শুধুমাত্র রবীন্দ্রভবনের টিকিট কাউন্টার থেকে। কোনও অনলাইন বুকিং বা আগাম সংরক্ষণের ব্যবস্থা নেই। আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক বলেন, হাঁটার সময় মোবাইল ফোটোগ্রাফি অনুমোদিত হলেও, ভিডিওগ্রাফি কোনও অবস্থাতেই চলবে না। এর যুক্তি হিসেবে তিনি বলেন, হেরিটেজ ওয়াকের শৃঙ্খলা ও গতি রক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজন। তবে সোশ্যাল মিডিয়া ও রিলস ভিডিওর যুগে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।