বিভ্রান্ত না হয়ে ভোটার লিস্টে নাম তোলার আবেদন মমতার
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু বর্তমানে এই প্রক্রিয়ার আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত করার চেষ্টা চলছে। আসলে ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে। বিজেপিকে আমি বিশ্বাস করি না। এখন নতুন করে প্ল্যান করছে, যাতে ভোটার তালিকা থেকে নামগুলো বাদ দেওয়া যায়। প্রত্যেকে কিন্তু ভোটার লিস্টে নামটা দয়া করে তুলবেন। মঙ্গলবার ঘাটাল মহকুমায় বন্যা পরির্দশনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলে বলেন, বাংলার মানুষ আজ প্রশ্ন তুলছেন, এই সংশোধনের নাম করে আদৌ কোনও এনআরসি চালু করা হচ্ছে কি না? আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সকলকে আশ্বস্ত করতে চাই, বাংলায় এনআরসির কোনও জায়গা নেই। আমি যতদিন আছি, ততদিন বাংলার একজনও প্রকৃত নাগরিককে তার অধিকার থেকে বঞ্চিত হতে দেব না।
তিনি বলেন, আজ যারা বলছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড মানা হবে না, তাদের জিজ্ঞেস করুন এই কার্ডগুলো তৈরি করেছিল কে? কেন্দ্রীয় সরকারই তো আপনাদের এগুলো দিয়েছিল। আজ সেই একই সরকার বলছে, সেগুলো নাকি চলবে না! তাহলে কি মানুষ এতদিন ভুয়ো পরিচয়ে বসবাস করছিলেন? এটা কখনওই মেনে নেওয়া যায় না। এভাবে মানুষের নাগরিকত্ব নিয়ে খেলা করা চলে না। একজন ভারতীয়কে বাংলাদেশি বলার সাহস যারা করে, তারা এই দেশের সংবিধানকে অপমান করে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভোটার তালিকায় নাম তোলা আপনাদের সাংবিধানিক অধিকার। কেউ যদি ভয় দেখায়, বিভ্রান্তি ছড়ায়, তাদের কথায় কান দেবেন না। মাভৈ মাভৈ করে সবাই নাম তুলুন। যদি কোথাও সমস্যা হয়, স্থানীয় বিডিও, এসডিও, পুলিস অথবা প্রশাসনের কোনও আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। কেউ একা নন।
মুখ্যমন্ত্রীর আবেদন, আমি সকলের কাছে অনুরোধ করছি, কেন্দ্রীয় সরকারের ওই ফাঁদে পা দেবেন না। প্রত্যেকে ভোটার তালিকায় নাম তুলুন। কারও নাম না উঠলে আমাদের জানাবেন, আমরা সাহায্য করব। কারণ ওদের উদ্দেশ্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে মানুষকে বাংলাদেশি বানিয়ে ওপারে পাঠিয়ে দেওয়া। ওই চক্রান্ত কিছুতেই মেনে নেওয়া হবে না। তাই মাভৈ মাভৈ করে সকলে ভোটার তালিকায় নাম তুলুন। ভয় পাবেন না। আমরা আছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ, ধর্মের নামে, ভাষার নামে বা পরিচয়ের নামে বিভাজন করার চেষ্টা করছে কেন্দ্র। আমরা বাংলার মানুষ তা বরদাস্ত করব না। বাংলা ভাষাকে নিয়ে কথা বললে যদি কেউ আমাকে এনএসএ-র ভয় দেখায়, আমি তাতেও ভয় পাই না। আমি বাংলা ভাষার পক্ষে বলব, বাংলার মানুষের অধিকারের পক্ষে বলব। এই কথা কেউ রুখতে পারবে না।
তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আজ আমাদের সবচেয়ে বড় কাজ হল ভোটার তালিকায় নাম তোলা এবং এই চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আপনারা যদি সজাগ থাকেন, সংবিধানের মর্যাদা রক্ষা করবেন তাহলে কেউ আপনাদের ঠকাতে পারবে না। বাংলার মানুষ মাথা নত করে চলে না। আমরা মাথা উঁচু করে বাঁচি, গণতন্ত্রে বিশ্বাস করি, এবং আমাদের অধিকার রক্ষায় লড়াই করতে জানি। কেশপুরেরও মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি এবং ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন।