আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ভালো সাড়া বড়জোড়ায়
বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ভালো সাড়া পড়ে। এদিন ওই ব্লকের পখন্না ও বেলিয়াতোড়ে আয়োজিত শিবিরে জনপ্রতিনিধি ও ব্লক তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ও ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় শিবিরের আগত সাধারণ মানুষের সুবিধার দিকটি তদারকি করেন। এদিন সকালে পখন্না অঞ্চলের চাঁদাই বারোহাজারি হাই মাদ্রাসায় শিবির হয়। সেখানে স্থানীয় ৮৫ ও ৮৬ নম্বর বুথের বাসিন্দারা সরকারি পরিষেবা ও এলাকার সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনের কাছে আবেদন জমা দেন। এছাড়া বেলিয়াতোড় বালক প্রাথমিক বিদ্যালয়েও শিবির হয়। সেখানে এলাকার ২৪৫, ২৪৬ ও ২৪৭ নম্বর বুথের বাসিন্দারা অংশ নেন। বিধায়ক বলেন, মানুষের জন্য এভাবে বুথস্তরে সরকার তথা প্রশাসনকে নামিয়ে দিতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতো মুখ্যমন্ত্রী দেশের আর কোনও রাজ্যে নেই। কালিদাসবাবু বলেন, সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই শিবির হচ্ছে। এটা মুখ্যমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ।