• আদিবাসীদের জন্য চিহ্নিত জমি বিক্রি! অভিযুক্ত তৃণমূল নেতা
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে আদিবাসীদের জন্য চিহ্নিত জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি-২ সাংগঠনিক ব্লক সভাপতি শিবশঙ্কর দত্তের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হুসলুরডাঙা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার বিশাল পুলিস বাহিনী। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ৩০ মিনিট পর ওঠে অবরোধ। দ্রুত শিবশঙ্কর গ্রেপ্তার না হলে বড়সড় আন্দোলনের ডাক দেন বিক্ষোভকারীরা। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ভূমিদপ্তর। 

    অভিযোগ উঠেছে সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায় সাতের দশকে ৩১ একর জমি সরকার আদিবাসীদের চাষাবাদ করার জন্য দান করেছিল। সেই দান করা জমি শিবশঙ্কর দত্তের নেতৃত্বে স্থানীয় কিছু তৃণমূল নেতা বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ। এদিকে, জমির দখল হতে শুরু করায় বাধ্য হয়ে চাষাবাদের কাজ ছেড়ে দিয়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন অনেকে। এর আগেও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে মঙ্গলবার পথ অবরোধ করেন গ্রামবাসীরা। 

    বিক্ষোভকারী আদিবাসী পরিবারগুলি জানিয়েছে, সমস্যার দ্রুত সমাধান না হলে ডুয়ার্স বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে নবান্ন অভিযান হবে। রঞ্জিত সিং কুজুর নামে এক বিক্ষোভকারী বলেন, সরকার আমাদের ১০টি পরিবারকে চাষের জন্য জমি দিয়েছিল। আমরা চা বাগান করেছি। অথচ জমি ধাপে ধাপে বিক্রি করে দেওয়া হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বেই এই কাজ হচ্ছে। আমাদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে ভিনরাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা। 

    এদিকে এই অভিযোগ প্রসঙ্গে শিবশঙ্কর দত্তর বক্তব্য, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর। ওই জমি আমার না। তাহলে আমি বিক্রি করব কীভাবে। আসলে আমাকে দুর্নাম করতে এসব বলা হচ্ছে। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ড জানিয়েছেন, লিখিত অভিযোগ এলে তদন্ত করে দেখা হবে। একই কথা বলেন ময়নাগুড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা।
  • Link to this news (বর্তমান)